ঘড়িতে সময়

Tuesday, March 26, 2013

এস.এম.এস (sms)


একটা এস.এম.এস মুঠোফোনে, তাতেই অনুভূতি প্রকাশ পায়;
দূরের চেনা-অচেনা মানুষ আচমকা এসে সামনে দাঁড়ায়।
এক বোতামে দিগন্তে উড়ে চলা পাখী,
নজড় কাড়া রঙিন ক্যানভাসে টেক্সট আলাপনে -
ক্ষানিক চুপ থাকি, অতঃপর আবারো বলতে থাকি।

কেমন আছিস?
হুম.. ভালো... তুই?
এইতো.. চলছে..।

অনুভূতির প্রকাশ যন্ত্রটা খোলা তলোয়ারের মতো বেশ তীক্ষ্ণ,
দিন-রাত খেলা করে হৃদয়ের শূণ্যস্থানে সর্ব অবস্থানে।
নকিয়া, স্যামসং, সিমফনি অথবা আই ফোনে,
ফেসবুক, টুইটার, গুগল বা আমার ব্লগে আপ করা
পঁচে যাওয়া দূর্গন্ধময় কবিতার পাতায়
চোখ রাখা পাখী ডাকে অচেনা সুরে -
কানে কানে
মনে মনে
প্রাণে প্রাণে
আনমনে,আর রহস্যময় হৃদয়ের টানে।
শুনতে পাওয়া চেনা সেই স্বর, প্রিয় ডাক।

কেন করিস এমন পাগলামু?
জানি না তো! কথা বলবি? আসবি আজ?
তুই কষ্ট পাবি। না যাবো না তোর কাছে। তুই যা চাস তা তো আমার পক্ষে দেয়া সম্ভব না।
কি চাই আমি?
ভালো থাকিস রে...।

কি চাই আমি! জানতে চাই নি কখনও নিজের কাছেও।
কি চাই আমি?
মুঠোফোনটা ছুঁড়ে ফেলে এক রাশ ক্ষোভ আর অভিমানে
জ্বলতে থাকা আমি।
দিয়াশলাই আর আগুন জ্বালা এস.এম.এস গুলো
ডিলেট.. ডিলেট এবং ডিলেট।
প্রেম কবিতার পান্ডুলিপি পুড়তে থাকার শব্দ ভেসে আসে।
পোড়া গন্ধে চারদিক ছেয়ে যায়।
সুন্দর কোমল অনুভূতিগুলো পুড়ে ছাই হওয়া ধ্বংস বিশেষ।
বাকরুদ্ধ শ্রোতার মতোই মুঠোফোনে
অনুভূতির অনুসন্ধান করতে থাকি আবারো এবং আবারো।
এয়ারটেল, রবি বা গ্রামীনের সিগন্যালে দাঁড়ানো
অপূর্ণ বাণীর অসম্পূর্ণ এক বখাটে উশৃঙ্খল শহুরে যুবক আমি -
কারো এস.এম.এস এর অপেক্ষায় বসে আছি..।

[রচনাকালঃ ২৬ মার্চ ২০১৩, সময়কালঃ রাত ৮:৩২ মিনিট।]

No comments:

Post a Comment