সময়ের চোরাবালি, দু’হাত আমার শূণ্য খালি;
তারপরও যদি থামতে বলো।
কিছুই ছিলো না সে প্রবাদ কথায়,
ছিলো বালুচরে প্রাণশূণ্য প্রান্তে নিরব ধূ ধূ বালি।
সময়ের চোরা কেশ ছিলো অলিক, মজবুত, সামাজিক;
তারপরও তোমার গল্পটা ভিত্তিহীন।
সময়ের হাত ধরা ছোট্ট নদীতে ভাসা,
নৌকায় বেয়ে চলা অনুভূতি যেন অশান্ত, নির্ভীক।
সময় বাঁচে অসম কাননে, অর্থহীন নিয়ম কানুনে;
যেমনটা নিয়মের বিপরীতে আরেক নিয়ম।
সবুজ প্রান্তে অজুহাতের কথা বলা, মহরত শেষ;
বাঁধানো সময়ের মাচা নীচে, গভীরে অথবা উনুনে।
[রচনাকালঃ ১৮ মার্চ ২০১৩, সময়কালঃ বিকাল ৫:৩৯ মিনিট।]
No comments:
Post a Comment