রাত জাগা অন্যায়ের স্বপ্ন ঘোর মিশিয়ে দিলে তুমি
হে লাল অগ্নি গোলক, উষ্ণতার দেবতা।
শীতল দেবীকে গরম চাদরে ঢেকে বললে -
আমি তোমার উপস্থিতি মানবো না,
টানবো না এদিকে, ঊষা লগ্নে;
বলবো না তোমাকে হিম প্রবাহ দিতে এদিকে-ওদিকে।
মানুষের শীতল জমাট বরফ খণ্ড অনুভূতিগুলো ভীষণ নীল,
স্নিগ্ধ ভোরের লাল উপসংহারে ঝংকার তুলে ঝনঝন করে
ভেঙে ফেলবো আমি জড়তা।
একটা প্রাণোচ্ছল উদয় হোক মনে তোমার;
আকাশে - বাতাসে নষ্ট গলিয়ে সুখ-সমৃদ্ধির সাগর বয়ে যাক পৃথিবীতে।
জমাট কষ্টগুলো সমতলে ফুল হয়ে সৌরভ দিক।
প্রতিটি প্রাণে বাজুক ভালোবাসার গীত, চর্চা হোক নির্ভেজাল লাল উষ্ণ প্রেম।
[রচনাকালঃ ০২/০৩/২০১৩, সময়কালঃ সকাল ৬:৫৮ মিনিট।]
No comments:
Post a Comment