ঘড়িতে সময়

Monday, March 25, 2013

শিউলি আর ক্যাকটাস



রক্ত চিহ্ন না থাকলেও তিনি বলেছেন অশুভ চাননি কথনও,
পাড়া-মহল্লার বন্ধু যতো ছিলো কাউকে বলেননি -
আমার পরম শুভাকাঙ্খি শিউলি উনি।
ক্যাকটাসের পরিচয় হলেও সাজাতে জানি বাহারি,
তাই মরুর বুকে, উত্তাপে একটু শোভা ছড়ানো।
পথ হারা পথিকের, স্বজন হারা সাথিদের
আপন ভাবতে চাই, কিন্তু ক্যাকটাসের ব্যথা যে
গান শোনানো ককিলের মতো কাঙ্খিত মধুর ছিলো না।
শিউলি বললেন -
ক্যাকটাস তুমি ভয়েরও নয়, ক্ষয়েরও নয়;
তুমি দূর হতে দেখা নগরীর ক্লান্ত ভ্রমনের নিদারুন বৈচিত্র মাত্র।
তোমাকে কাছে নেবো বলেই তুলে নিলাম আপনে।
কেউ বলুক আর না-ই জানুক আমরা বন্ধু এবং বন্ধু।

[রচনাকালঃ ২৫ মার্চ ২০১৩, সময়কালঃ সকাল ১০:০৬ মিনিট।]

No comments:

Post a Comment