ঘড়িতে সময়

Sunday, March 17, 2013

অনুভূতি

ফুলের কোলে থাকতে চাই না, চাই না বকুলের মালা পরতে।
সুখের স্বপ্নে দুঃখ চাই না আমি, চাই না রাজকন্যার হাত ছুঁইতে।
প্রণয়ের রাতে জ্যোৎস্না চাই না, চাই না পূর্ণিমার উজ্জ্বল আলো।
দীঘি’র জলে নাইতে চাই না আমি, চাই না ভ্রমরার বর্ণ কালো।

মিলন অনুভূতির মিষ্টি স্বাদ চাই না, চাই না কারো প্রেম স্পর্শ।
গধূলী লগ্নে বিদায় চাই না আমি, চাই না সোনালী উৎকর্ষ।
শূণ্য বুকে লংকার ঘ্রাণ চাই না, চাই না চন্দন কাঠির সুবাস।
দূরত্বের মাঝে আশ্রয় চাই না আমি, চাই না পদধ্বনির আভাস।

জীবন তীরে বৃক্ষ ছায়া চাই না, চাই না অট্টালিকার ঘর দুয়ার।
স্মৃতি ভ্রমে ফিরতে চাই না আমি, চাই না মজুরী ভাঙ্গা খুয়ার।
প্রেমের বদলে তার প্রেম চাই না, চাই না কোমল মুখটার দেখা।
কষ্টের মাঝে বাঁচতে চাই না আমি, চাই না ধরতে সুখের রেখা।

[রচনাকালঃ ২/৩/২০১৩, রাতঃ ৯:৩৫ মিনিট।]

No comments:

Post a Comment