ঘড়িতে সময়

Sunday, March 17, 2013

ক্রয়-বিক্রয় ডট কম

দু’ আনা তিন আনা করে জমানো টাকায় আজ বার্মিংহাম প্যালেস কিনতে যাবো...।
বাগদাদে সাদ্দামের প্রাসাদটা আমেরিকানদের কাছে ভাড়া দিয়ে এসেছি এই একটু আগে।
কিনবো যখন ভারত মহাসাগরের পুরোটা কিনবো.... তিমি আর হাঙ্গরের চাষ হবে সেখানে...।
আর ব্রিটিশ চোরেরা মোঘলদের যে অলংকার চুরি করেছিলো, রাণীর কান থেকে খুলে, বাক্স থেকে বের করে সেগুলোও ফেলে দিবো তোমাদের কাছে...।
তোমরা চাইলে দু’এক রাষ্ট্র কিনে দিতে পারি তোমাদের জন্য... উপহার স্বরূপ।
নেবে তো? কি চাই না? বলোতো - বাংলাদেশ নামের রাষ্ট্রে চলে কি না।
বাংলাদেশ নামের রাষ্ট্র তোমার চাই না?
অবাক করা কান্ড! ওটা সুখী মানুষের রাজ্য যে! ঢের সুখ আছে সে দেশে। কি নেবে না?
তোমরা ভেবে বলছো যে, তোমরা নেবে না! কারণ হিসেবে বলছো, ওটা এখন ছারপোকার দেশ। শাহবাগের ভুত আর চাঁদের দেশের বুড়া বাস করে সেখানে।
সুখও নেই কোথাও। ব্যর্থ রাষ্ট্রের ষোল কলা পূর্ণ করেছে হাভাতে বাঙ্গাল আর বাঙ্গালীরা। চলো তবে তোমাদের জন্য ভারতই কিনে দেই...।
দু’এক আনায় প্রনব বাবুকেও পেয়ে যাবো হয়তো। মমতা’র শাড়ী না নিলে, পেটিকোট তো আছে আমাদের।

[রচানাকালঃ ৩/৪/২০১৩, সময়কালঃ বিকাল ৪:১২ মিনিট।]

No comments:

Post a Comment