ঘড়িতে সময়

Sunday, March 17, 2013

জুটি’র হলো ছুটি

অনুপায়ে হিম জীব, জীবিকার আশ্রয়ে ছুটে চলা
এক টুকরো প্রদীপ্ত ধরায় মিশে যাওয়া আবেগ।
অতিশয় মিথ্যাবাদী ছোট্ট ঘরে বেঁধে ফেলা মন,
তার দু’পায়ের ঝুমুরে উজ্জ্বল পূর্ণিমা তিথির চাঁদ।
দেখে লাভ হবে কি পূষণের প্রেমে চাঁদের ক্ষোভ?
শ্রেষ্ঠ বিরহ কবিতা পাঠে বিধ্বস্ত নাগরিকগণ,
বোমা আর আগুন জ্বালায় পুড়ছে বিধান সভা।
অদৃষ্ট সভ্যতা মুখ থুবড়ে পড়ে ঐ আঙুলের রিঙে,
এক, দুই, তিন করে লক্ষ্য ছিলো সেই দীপাবলিতে।
তার কোমল হাতের স্পর্শ দীপ্তি ছড়িয়ে থমকে যায়,
প্রকাশযোগ্য পদ্মিনীর ভ্রান্ত ছায়া ঘিরে ফেলেছে এখন।

[রচনাকালঃ ৫/৩/২০১৩, সময়কালঃ রাত ১২:৪৮ মিনিট।]

No comments:

Post a Comment