ঘড়িতে সময়

Tuesday, March 19, 2013

নষ্টা শিকারী




ভেজাল বিরোধী নেতা আমি দরজার বাহিরে একা,
ভেতরে আছে যুবতী নারী- খাঁটি
আর উত্তপ্ত টাটকা খাবার হাতে পরিবেশনায় প্রস্তুত;
সন্দেহের মাত্রাটা বেড়েছে বলেই ভোর বেলায়
কড়া নাড়া ওর প্রবেশদ্বারে।
কেন এবং কিসের জন্য এমন!
“বাসার ভেতরে কেউ আছেন? এধারে ‘নষ্টা’ শিকারী।
প্রকৃতির যতো ভেজাল পাওয়া যাবে হয়তো এখানেই।
তারই খোঁজে মাপ-কাঠি আর জরিমানা হাতে।
সাজা শোনানোর দৃঢ় প্রতীজ্ঞায় আইনের লোক হাজির।”
একটা ঠক্ করে আওয়াজ হলো। দেখলাম,
সে এক সুন্দরী অষ্টাদশী কন্যা, কেন তবে
অত্র এলাকার সেরা কু-কর্মের সব কিছুতেই ছলনা তার!
“না তো, এখানে নারী নেই।
আমি পুষ্পধারায় শোভা বাড়ানো এক খোলা বাগান,
তোমার ‘ফুল’ নেবার জন্য বিশেষ উপযুক্ত আমি
এবং অপেক্ষায় বসে থাকা এক সেবা কর্মী মাত্র।”
মনে হলো -
দরজা খুলে দাঁড়ানো উন্মুক্ত বক্ষের মেয়েটি এক বেশ্যা,
কাম পাড়ার নিছক একজন কামিনী।
“এসো হে বালক, শক্ত পেশীর উদাম শরীরে ঢাকো আমায়।”
বুঝে উঠতে পারার আগেই কামিনীর মিষ্টি হাসিতে
ভিজে গেলাম,
প্রেমের ভেজাল প্রতিরোধে এক ম্যাজিস্ট্রেট প্রবেশ করলো
কু-কর্মের শরীরি ভাষা রপ্ত করতে।

[রচনাকালঃ ১৯ মার্চ ২০১৩, সময়কালঃ সকাল ৭:৩৯ মিনিট।] 

No comments:

Post a Comment