এক হাসিতে দুঃখ নিতে নাই, ভুলিস না কেন - হে পোড়া নগরী;
মসৃন সড়কে এখন লাল রক্তের বীজ, শুধু লাল রক্তের লাশ আর লাশ।
অবুঝ মানুষের বিশ্বাসে আজ হিংসার দামামা বেজে উঠেছে,
ধর্ম প্রচারে ইসলাম আজ উগ্রতার চিহ্ন না-কি বয়ে বেড়ায়।
শুনেছি --
চাঁদে না-কি সাঈদী ভাসে, আমি বলি সাঈদী ভাসে কোটি চাষার হৃদয়ে;
কয়জন মানুষের লাশ উপহার পাবে তোর নেতা? সাঈদী তো পেলোই যখেষ্ট।
সাঈদী ভাগ্যবান উনি পুরুষ তাই, তোদের মতো অভাগা নয়, বিক্রি হওয়া
বিরানী খাওয়া হিজড়া নয়।
শাহবাগের পাগল সন্তানেরা শ্লোগান তুলেছে রাজাকারের পেটে,
ঘুষ খাওয়া নব্য দেশপ্রেমী সিপাহীরা মায়ের কোল খালি করে দেবার প্রতিযোগিতায়।
আমার দৃষ্টিতে- ওরাও পাক হানাদার বাহিনী চেয়ে বেশী আগ্রাসী,
ইয়াহিয়ার বাচ্চারা যখন রক্তচক্ষু দেখায়, শাসন করে আমাকে;
বুঝতে হবে --
বাম আর শাহবাগ দালালেরা প্রতারক নব্য রাজাকার সেজেছে এখন -
ওদের ইন্ধনে মানুষ মানুষকে হত্যা করছে, নির্বিচারে মানুষ মারছে; বিচার এখন ওদের গুলিতে, বন্দুকের ডগায় আর শ্লোগানে - ইমরানের পকেটে।
আদালত কই? বিচার ব্যবস্থা কই?
দেখ ওসব শাহবাগের মঞ্চে। চেয়ে দোখা ওসব শাহবাগের টয়লেটে বিস্তর।
দূর্বলরা শুধু ইট ছুঁড়েছে, মানুষ মেরেছে কই! আর কয়টা গুলি খেয়েছিস বাসন্তী?
নাগরিক সেবায় আবারো ভোট ভিক্ষায় নামতে হয় যে...।
কোন প্রদেশে যাবে হে বাসন্তী, শুভ্র হৃদয়ের কালো শুকোর;
মানুষ মারা তোর নেশা, বিভেদ গড়া তোর পেশা -
ঘৃণা আর ধিক্কার দেই তোদের ছলনার রাজনীতিকে, জয় বাংলার শ্লোগানকে।
[রচনাকালঃ ৪/৩/২০১৩, সময়কালঃ সকাল ৬:২৯ মিনিট।]
No comments:
Post a Comment