ঘড়িতে সময়

Monday, March 18, 2013

মুন্নি’র জন্য প্রেম



চাই নীলের সংলগ্ন স্বপ্ন তীরের বালুকণার ‍স্বীকৃতি,
চাই পুরুষত্বের খাঁজ কাটা বলিষ্ঠ শ্বাসে বিশ্বাসে গড়া
পাহাড়ের মতো সুঠাম সবল - দৃঢ় দেহ প্রকৃতি;
স্বপ্ন - একটা বাহুতে তুমি প্রেম সীমানা এঁকে নিবে,
সংকল্প এমন আজীবনের।
মিলনের রঙ মাখবে বলে আজ বসন্তের সেরা আমেজ
গাইতে শুরু করেছে কুহু-কুহু,
সবুজে আর নতুন সাজে এলোমেলো ঢঙে রাঙা তালে।
আমি ঝরণা স্রোতধারায় ধাবমান কলকল শব্দের বিশুদ্ধ জলরাশি,
সুকেশি নীহারিকার প্রাণ আদায় করে নেবো ঠিক তেমনই।
আশা আর দূরাশার স্বপ্ন-দুঃস্বপ্ন পূরণ হবে নিশ্চিত,
তাকে ছুঁয়ে, প্রেম রক্তমাখা সুরভি-সুগন্ধী
গোলাপ খোঁপায় এঁটে দিতে চাই।
বাহুবলে পৃথিবীটা এক ইঞ্চি জাগিয়ে নেবো বলেই
রাম-রাবনের টানটান উত্তেজক পেশী ধারণ করেছি চিত্তে,
করেছি সাহসী বুকের ছাতি আরো ছ’ইঞ্চি চওড়া-দীর্ঘ।
তুমি লাবণ্য, অপরূপা, মেহগণি গাছের নীচে
ছায়া আর আশ্রয় খোঁজা শামুক এমন,
সংস্কৃতির খোলস ছেড়ে বের হও জলদি,
আমি তোমাকে ছোঁব সেরা বিনোদনে, তোমার পরশ মাখবো;
কঠিন বুকের চত্বরে দেব ভালবাসার নিরাপত্তা সারাজীবন।

[রচনাকালঃ ১৮ মার্চ ২০১৩, সময়কাল” সকাল ১১:৩০ মিনিট।]

No comments:

Post a Comment