ঘড়িতে সময়

Thursday, March 21, 2013

দুই নেত্রী’র বিয়োগ বেলায়


ধরে নাও জাতীর ললাটে আরো এক ছুটি এলো, জমদূত নয়া মৃত্যুর এক দাওয়াত দিলো;
বিদায় নিলো দুই মহারথী,
দুই বিধবা -
এক, পুঁথি আর দুই, যুথী।

এক জন- বঙ্গ রাণী দাঁত চিবিয়ে পা উঁচিয়ে স্বপ্ন জালে রাজ্য চালান, ঘুড়ি ওড়ান, শপথ পড়ান;
দ্বিতীয় জন- ভিন্নমতের ঝান্ডা তুলে দ্বিমত জোটের মধ্যমণি নয়নমণি গণতন্ত্র-জাগরণ মন্ত্র পড়ান।
ঘোষণা ঠিক হলো না অর্ধো-দিবস শোক সভায় দুপুর বেলায় অযথা ছুটি;
বোঝে না দিক অচেনা ঐ রত্ন চোরা আম-জনতা ছুটি ছড়ার শেষ লাইন দুটি!
তাল পাড়ার নয়া গোলক ধাঁধাঁয় গিট্টু বাঁধা সিদ্ধ চালের থালা ভরা নানা তালের হরতালে,
কেন জানি না, যায় না মনে খুশখুশানি, চুলকানি তার হয়রানি সারা বেলার শরীর গালে - ঝাঁকড়া চুলে।
তাই এবার দিলাম আরাম ভোর, তোষকেরে এক লম্বা তুলায় গরম চুলায়;
ধর্ম গোড়ায় সব হারাম তোর, চুসকেরই চুসতে থাকা নিষদ্ধ লীলায় অবলীলায়।

দু’ই নাগরিক মারা গেলে, কি হবে তুমি- বুদ্ধিজীবি নাগরিকের অসৎ পখের অলস চলায়?
দু’ই মতের মৃত্যু হলে, কি পাবে তুমি- পরজিীবি অগ্নি তুষের শাহাবাগি জাগরিক ঢংয়ের জনসভায়?

চলো তবে এবার মুক্ত তলায় হাত ধরো সবাই, গান করো, সেই সংগীতেরই প্যারডি করো -
                                    ‘আজ আমাদের ছুটে রে ভাই, আজ আমাদের ছুটি’;
দু’ই নারী’র বিয়োগ ব্যথায়, রক্ত ঝরা আগুন বেলায় মুক্তি পেলো -
                                    ‘থালা ভরা গরম রুটি, আজ আমাদের ছুটে রে ভাই, আজ আমাদের ছুটি।’

[রচনাকালঃ ২১ মার্চ ২০১৩, সময়কালঃ দুপুর ২:১৩ মিনিট।]

No comments:

Post a Comment