ক্ষুদে গড়নের জিল্লুরের চির-বিদায়, মুখ ফেরাতে চেয়েছিলাম পাষাণ হয়ে।
ভেবেছিলাম ঐ একই শত্রুর গোত্র মানব বলে কথা!
চরিত্র কি একই ঘরে থেকে বদলায়?
লগি-বৈঠা’র ব্যানারে মুভি দেখবো না ঠিক করেছি আর কখনোই!
কিন্তু প্রত্যুসে ঘুম ভাঙলো যখন, ভাবলাম লিখি না তার ইতি নিয়ে।
আমি স্বাধীনতা দেখিনি, শুনেছি মুক্তিতে ক’জনের নেতৃত্ব দান।
বেশ লড়েছিলেন নেতৃত্বে, জাগরণের সংগীতে জাগিয়ে তুলেছিলেন
জাতিকে ঐক্যবদ্ধের খাতিরে ।
আমি ওপর থেকে দেখেছিলাম রক্ত সম্পর্কের যারা ছিলেন সর্বত্র
সবাই লড়লেন মুক্তির লড়াইয়ে -
এক স্বাধীন মানচিত্রের জন্য, ভূখণ্ডের জন্য, এক পতাকার জন্য।
সেদিন কোন বিবেধ ছিলো না জাতি তত্বে, হিংসা ছিলো না কোন মঞ্চে!
আমার মুক্তির কারণেই কুর্ণিশ জিল্লুর তোমাকে হাজার-লক্ষ-কোটি বার।
যে অবদান তার ঐক্যের যুক্তিতে, আমি মুক্তকন্ঠে দৃঢ় কন্ঠে বলতে চাই -
ভিন্ন মতের আমি, যে যাই বলে ডাকুক;
জিল্লুর রহমান তুমি আমার নেতা, কোটি সালাম রইলো তোমার প্রতি।
[রচনাকালঃ ২৩ মার্চ ২০১৩, সময়কালঃ দুপুর ১:২৮ মিনিট।]
No comments:
Post a Comment