ঘড়িতে সময়

Wednesday, March 27, 2013

জট



নিস্তব্ধতার প্রতীকি প্রাণে
রঙিন আড়ম্বরে তক্কে জড়ানো উস্কখুষ্ক চুলের মস্তিস্কে তুফান জট,
সিল্ক এবং টানটান লম্বা কেশে বাঁক খাওয়া অসংখ্য গিট্টু
জমাট বেঁধেছে বিস্তর, বুদ্ধিতে সংকীর্ণমনা ধুধু বালুচর
মাইলেরর পর মাইল যেন বিদীর্ণ বুকের পাঁজড়ে
ভালোবাসা নামক পেরেক ঠুকে
অকাল লীলাভূমি;
ছন্নছাড়া-হতচ্ছাড়া লেজ গুটিয়ে নিবেদিত প্রেমে অপারগ তুমি।
শুকনো বসন্তে
দারুচিনি দীপে
আমার নিরব আরব ছায়ার প্রতি অশভ্য অকস্যাৎ বাক্যচ্ছেদে
হড়কে নিচে নামা পদদলিত সুখ।
কি লাভ হলো নিবেদনে?
তুমি এড়িয়ে গেলে!
যুক্তি খন্ডনে এবার তুমি এগিয়ে গেলে।
ভগবানের উষ্ণ আশীর্বাদে
ভক্তকূল বব ডিলানের শ্বাস - প্রশ্বাসের যেমনটি কদর দিয়েছিলো
উন্নত শপথের নানা উন্মাদনায় নানা বিপদ জেনেও
ঢাক কুড় কুড় বাদ্য তালে
দেশ জনতা ভোল পাল্টে যেমনটি বলেছিলো নানা কথা।
মস্তিস্কে জট পাকিয়ে কুড়াল হাতে টবের বৃক্ষ কাটলে
বনরক্ষা কর্মী কি কি আইনে শাসন করতো -
জানি না বা জানতেও চাই না।

বিষম খেয়ে বুদ্ধি হারিয়ে মাইনাস হওয়া হিম মগজে
তুমি আবারো এলে উষ্ণতা ভর করবে বুকে ঠিকই।
তারপর......
না পাবার বেদনায় -
আমি কাঁদবো, ছট-ফটাবো আর জট পাকাবো চুলে।
ব্যালকনিতে দাঁড়িয়ে তুমি টবের বৃক্ষে প্রেম ছিটিয়ে দিবে,
নিস্তব্ধ প্রাণহীণ দূর দৃষ্টিতে অপলক আমি তাকিয়ে দেখবো।

[রচনাকালঃ ২৭ মার্চ ২০১৩, সময়কালঃ বিকাল ৪:৫০ মিনিট।]

No comments:

Post a Comment