ঘড়িতে সময়

Sunday, March 17, 2013

হত্যার বিপরীতে হত্যা চাই - বিচার চাই


শান্তি দাও বন্ধু, ওরা মরতে চায়না আর;
ওরা শকুনের বাচ্চা গোলাম আযমের দল মরতে চায় না আর।
শান্তি আসুক প্রাণে, সম্মান করো অপরের মত;
অপরের শ্রদ্ধায় সালাম ঠুকো একটু আবারো।
ধর্ম অপরকে শ্রদ্ধা করতে শেখায়, হত্যায় না।
কেন তবে মেরে ফেলবে - এক এক করে মানুষ!
ওদের মাঝে কি ভালো কিছু খুঁজে পেলে না?
বর্ষায় যারা ভিজে শস্য ফলায়, মাঠে - ঘাটে ছুটে বেড়ানো চাষা
অথবা হাফিজ রাখাল বালক বা সকল গোলাম কূল বংশধরের মাঝে??

কেন ভাইয়ে - ভাইয়ে এতো লড়াই বাধলো?
আর তোমরাই বা চেয়ে চেয়ে কেন দেখছো এখনো!
থামাও ওদের এখনই, এখনও সময় শেষ হয়নি বলছি তোমাদের।
’৭১ এর যে যুদ্ধ একটা স্বাধীন অস্তিত্ব আনলো,
আনলো একটা স্বাধীন পতাকা, সাথে আনলো কিছু বিয়োগ ব্যাথাও;
সেই কষ্টবোধ-অতীত বিষে আরো একটা যুদ্ধ ডেকে আনলে তোমরা!
যারা আজ খুন হলো, আগুনে পুড়লো;
মরলো এবং মারলোও; আর যারা তোমার মতের বিপক্ষে গেলো -
কি করবে ভেবেছো তাদের নিয়ে? চলবেই খুন? হত্যা একর পর এক?
কয়টা ফাঁসী কার্যকর হলে কতো সাধারণ মরবে ভেবে দেখেছো?

তোমার নিরাপত্তা যারা দিবে তারাই তোমার শ্রত্রু এখন, সর্বনাশ!
কি ভৌতিক স্বাধীন দেশের স্বাধীন জনতা - তুমি আর আমি!
কেন দূরে ঠেলে দিচ্ছো একটু একটু করে আমাকে বা ওকে?
টুপী আর দাড়িতে যে যুদ্ধাপরাধী, সবাই আজ অপরাধী নয়... ভেবে দেখো;
৪২ বছর গতো হয়েছে, আবার একটু ভেবে দেখার সময় এসেছে বলছি তোমাদের।

খুনী বা গণ ধর্ষনকারী অথবা যুদ্ধ অপরাধী কি মানুষ নয়??
যাবজ্জীবন কি পর্যাপ্ত ছিলো না??
যারা আজ মরছে ওদের কেউ যদি হয় -
তোমার ভাই অথবা পিতা।
তোমার মাতা অথবা ভগ্নি।
তোমার পড়শী অথবা বিরোধী মতের কেউ - আমার মতন;
পারবে কি আনন্দে গা ভাসাতে আমার মৃত্যুতে??
যদি পারো - বুঝতে হবে তুমি মানষ নও, জঘণ্য পশু এক।
যুদ্ধ অপরাধী এবং তোমার মধ্যে- পার্থক্য থাকলো কি আর?

হয়তো তার পরও ওরা মরবে। কারণ মমতা - বিবেক হারিয়ে গেছে
সকল চত্ত্বর থেকে এটা সত্য। আমিও মধ্যপন্থি এক মানুষ -
আমি বিচার চাই; আজকের সকল হত্যার, ফাঁসি চাই আজকের ৪০ হত্যার;
যারা মারলো - উত্তেজনা সৃষ্টি করলো, যারা হত্যা-যজ্ঞ করে যাচ্ছে;
থামাও তাদের অথবা তুমি-আমি কাল কেউ-ই নিরাপদ নই।
হত্যার বদলে হত্যা একটা সংস্কৃতি হতে পারে না।যদি চাও মানুষ খুন,
তবে চলুক হত্যা। মানুষের সংখ্যা কমুক আরো জনকে জন।
ভালোই হবে, মানুষে - মানুষ ছিঁড়ে খাবে তোমার আমার গোশত্,
স্বাধীন পতাকা হারাবে মর্যাদা, অশ্লীলতায় গা ভাসাবে পৃথিবী;
আর তোমার অহংকার বাংলা মানচিত্র হবে বিপদগ্রস্ত।
চাইতে থাকো বিচার - মানুষ হত্যার বিচার, আমিও যোগ দিলাম তাতে।

[রচনাকালঃ মার্চ ১, ২০১৩, সময়কালঃ রাত ২:১০ মিনিট।]

No comments:

Post a Comment