মমতা’র কল্যাণে এদেশে বয়ে যাওয়া একটি নদীর
জল-প্রবাহের গড় উচ্চতা নিশ্চিত করা যায় নি।
কারণ চুক্তিতে বাধ সেধেছে পশ্চিম বঙ্গ নেতা।
দশ ট্রাক কোলাকাতার কাঁচাগোল্লা আর লাড্ডু দিয়ে
পোষ মানানো যায়নি এখানকার জয়ী শাসককে।
সেই কারণেই হয়তো জাগরণে তুষ্টি সে নেতার।
কোলকাতার পেট চুইয়ে যে ঘাম বয়ে যায়,
সেই ঘামে আমার গোছল হয়
সকাল-বিকাল;
এখানে রাম মন্দিরে হিন্দু সম্প্রদায়ের গণ-চানে
পাপ মুক্তি পায়।
কই আমার নেতা তো নির্বাক তখনো -
যখন ফ্যালানি’কে ফিল্মী কায়দায় হত্যা করা হলো,
তারকাঁটায় ঝুলিয়ে ফটো তুলে পাঠানো হলো
সামাজিক রাজনৈতিক প্লাটফরম্ ফেসবুকে!
কই আমার নেতা তো নির্বাক তখনো -
যখন গরু চোরদের বেধড়ক পিটুনীতে শোরগোল;
ওপারের সংস্কৃতি পাড়ায় লাল-সবুজের পতাকা মঞ্চে
যখন লাথি মেরে নৃত্য পরিবেশন করা হয় -
কই আমার নেতা তো নির্বাক তখনো!
যায়নি শোধরানো খুনের বদলে খুনের ধমক,
তার চোখ রাঙানো, আঙুল নাচানো -
কি দিলে হে নেতা জনতাকে? আমতা তথ্য আর
বিষ নিংড়ানো ভাষণে
গরীবের পেটে চড়া দামের ভাত কি হজম হয়!
ওরা সমাজে বিভেদ ডেকেই চলেছে, ঐক্য কবে হবে?
[রচনাকালঃ ৮ এপ্রিল ২০১৩, সময়কালঃ রাত ৭:৫৯ মিনিট।]
No comments:
Post a Comment