সীথির সিঁদুরে চোখের কাজলে
সুখের সাগরে দুঃখ খেলে।
রেশমী খোঁপায় রত্ন মেলেনি
বিষ মাখানো স্বপ্ন ভুলিনি।
সুখের সাগরে দুঃখ খেলে।
রেশমী খোঁপায় রত্ন মেলেনি
বিষ মাখানো স্বপ্ন ভুলিনি।
প্রেম নিবেদনে বিরহ জাগে
অন্তরে আগুন নন্দন ভাগে।
সাত রঙের ঐ পল্লব বিহার
নিথর নিরব বিষন্ন পাখী
দেবীর কোলে অর্ঘ রাখি।
দুর্দন্ড প্রতাপে রাজত্ব রাজার,
অন্তরে আগুন নন্দন ভাগে।
সাত রঙের ঐ পল্লব বিহার
উষ্ণ বায়ুতে জমাট নীহার।
দেবীর কোলে অর্ঘ রাখি।
দুর্দন্ড প্রতাপে রাজত্ব রাজার,
প্রেম নগরী ছিলোকি প্রজার?
[রচনাকালঃ ১৫ এপ্রিল ২০১৩, সময়কালঃ রাত ৯:৫৪ মিনিট।]
No comments:
Post a Comment