তোরা লেখ না আবার দেশের গান।
লেখ না বোধের - দশের গান
কৃষকের ঘরে পাকা ধান
শহীদের শতো বলিদান।
লেখ না বোধের - দশের গান
কৃষকের ঘরে পাকা ধান
শহীদের শতো বলিদান।
লেখ না আবার সাম্যের গান
উস্কানি ছেড়ে প্রাণের টান
জনতারা আজও মহিয়ান
মুক্তিসেনার জীবনদান।
তোরা লেখ না আবার বাঁচার গান।
সৎ সত্যে বলিয়ান
বঙ্গ বীরের ঐক্যতান
লেখ না তোরা দেশের টান।
[রচনাকালঃ ৬ এপ্রিল ২০১৩, সময়কালঃ রাত ১২:৩০ মিনিট।]
No comments:
Post a Comment