শীতাকুন্ড মানেই এক পাল পশুর তামাশা,
বিচিত্র এক খামার বা পশুর আড়ৎ..
দোড়াদড়ি... বলছে সবাই বলুক না।
তুই ‘বাঘ’, তো তুই ‘শিয়াল’।
তুই ‘বিড়াল’, তো তুই ‘কুকুর’।
তুই ‘শূকর’, তো তুই ‘ক্যাঙ্গারু’।
তুই ‘গরু’, তো তুই ‘কেঁচো’।
তুই ‘ছুঁচো’, তো তুই ‘ইঁদুর’।
তুই ‘বাদুড়’, তো তুই ‘ভয়াল’।
আহ্ বড্ডো হাঁপানো তালিকা,
শীতাকুন্ডে আছে এক ঝাঁক মানুষ
বুড়ো, শিশু আর তরুণ প্রজন্ম।
পৃথিবী জুড়ে ছড়ানো ছিটানো তাদের জীব-জন্তুর নাম।
এরই মধ্যে
কেউ আছেন মুক্তিযোদ্ধা তো কেউ আছেন রাজাকার।
কেউ আছেন বিরোধী দল তো কেউ আছেন সরকার।
আহা..বড্ডো তালগোল পাকানো শিং আমার,
কারো মাথায় তো কারো পাছায়।
[রচনাকালঃ ৪ এপ্রিল ২০১৩, সময়কালঃ রাত ৮:৪৮ মিনিট।]
No comments:
Post a Comment