আঙুলের চারপাশের লাল রক্ত
ছোপ ছোপ জমাট দাগ
বিভেদ বৈষম্যে সমাজ ভেঙেছে
মতভেদে দু’টুকরো আলেয়া’রা।
মমতারা ছেড়েছে মাটির ঘর,
উঠোনের ডালিম গাছটি নেই
আগের জায়গায়।
নেই গন্ধরাজ ফুলের গাছটিও।
বদলে গেছে গোলাকার পৃখিবী,
অপরিশোধিত সিসার ব্যাঙ্গচিত্রে
যখেষ্ট ক্ষোভ।
শশ্মানের বিষ্ণু ভুত হয়েছে,
বকে চলেছে জাগরণের মঞ্চে;
অস্ত্র হাতে জনতার ঘাড়ে
সওয়ার হয়েছে দাবীনামা।
এক দফা পানসে গাঞ্জার টানে
মানচিত্র ছেঁড়ার উপক্রম,
সন্ত্রাসীদের ছুরিতে জীবন যায়,
হায় -
কে করেছে আমার দেশ দু’ভাগ?
তুমি, আমরা এবং আমরা সবাই।
সমাজের মেরুদন্ড মজবুত
হোক চাওনি তো সম্প্রদায়!
লুটিয়ে পড়া নির্জিব মানবতা,
ধ্বংসের নেশায় মত্ত বাহুবল।
আসো হাতের রক্ত মুছে ফেলি।
[রচনাকালঃ ৭ এপ্রিল ২০১৩, সময়কালঃ রাত ১০:২০ মিনিট।]
No comments:
Post a Comment