ঘড়িতে সময়

Wednesday, April 10, 2013

নেতা শূণ্য পথ চলা



স্বল্প ভাষায় উড়ছে নগরী
নিরবতা ছড়িয়ে ছিটিয়ে
লোভ-লালসায় পর্বতের
উচ্চতা বেড়েছে আগেই।
আমরা বাম-ডান করে
খাবার প্লেটে মগ্ন সবাই,
দু’লোকমা মুখে দিতেই
ছিঃ ছিঃ চৈত্রের ওয়াক থু।

ভাষাহীন মানবতা উপুড়
হয়ে পড়ে আছে ডাস্টবিনে,
রক্তা ভেজা ন্যাপকিনের
লাল বর্ণ শুকিয়ে গেছে।
চার দশকের গোলাম সে
বড় পিতার বিয়োগে হায়,
আমরা বসন্ত মাড়িয়েছি
কবে- কই মনে নেই তো!

মনে নেই তো তার কথা!
ভাবনার সুপ্ত দর্শণের বলি,
আমরা ক’জনে লিখেছি ঐ
স্বাধীনতার গল্প-কবিতা।
কই স্বীকৃতি তো পেলো না,
গাঁয়ের গরু শহরের ভেঁড়া!
আমরা তেমনই গো-পালক,
নেতাশূণ্য চলেছি বহুকাল।

[রচনাকালঃ ১০ এপ্রিল ২০১৩, সময়কালঃ বেলা ১২:৪২ মিনিট।]

No comments:

Post a Comment