আমার পুরনো বেলার
লুকনো স্মৃতি
ডালিম গাছের
ছোট্ট উঠোন
তোমায় দিলাম।
যেদিন আসলে তুমি
চৈত্র ঠেলে;
অজানা বেলার
সে দৃশ্যকাব্যের
লুকনো স্মৃতি
ডালিম গাছের
ছোট্ট উঠোন
তোমায় দিলাম।
যেদিন আসলে তুমি
চৈত্র ঠেলে;
অজানা বেলার
সে দৃশ্যকাব্যের
রূপক হলাম।
দখিনা ঠাণ্ডা হাওয়া
সাদা মেঘের
সাঁতরে চলা
দখিনা ঠাণ্ডা হাওয়া
সাদা মেঘের
সাঁতরে চলা
তোমাকে দিলাম।
ফুলে সাজা বাগানে
রক্ত জবা’র
মিষ্টি হাসি
লিখে দিলাম।
যেদিন আসতে চেয়ে
বিদায় দিলে তুমি -
নয়নে অশ্রুধারা
সাগরের স্রোতধারা
আর
পাহাড়ের ঝরণাধারা
তোমার জন্য
রেখে গেলাম।
[রচনাকালঃ ২১ এপ্রিল ২০১৩, সময়কালঃ রাত ৯:৩১ মিনিট।]
মিষ্টি হাসি
লিখে দিলাম।
যেদিন আসতে চেয়ে
বিদায় দিলে তুমি -
নয়নে অশ্রুধারা
সাগরের স্রোতধারা
আর
পাহাড়ের ঝরণাধারা
তোমার জন্য
রেখে গেলাম।
[রচনাকালঃ ২১ এপ্রিল ২০১৩, সময়কালঃ রাত ৯:৩১ মিনিট।]
No comments:
Post a Comment