ঘড়িতে সময়

Tuesday, April 16, 2013

জাগো বাহে


এই মাত্র পরাধীন মুক্ত জাতি মুখ ফিরিয়ে চলে গেলো।
মিথ্যা বলতে না চেয়ে সত্য কথাটি শুধু রেখে গেলো।
বলে গেলো -
মারবো, ধরবো রক্ত গঙ্গায় ভাসাবো আঙিনা যা দেখি।
সীমানা যতোটুকু এঁকেছিস চারপাশে, ততোটুকুই বিচরন -
ওপরে-নীচে,
সাগরে গভীরে অথবা আকাশের নীল উচ্চতায়;
সবটুকু খালি জায়গায় হিংসা আর উন্মত্ত হৈচৈ আচরনে।
প্রতিশোধ আর খুনের অভিশাপে মারছে এবং মরছে দেশ।

শান্তি, কতোটুকু জায়গা ছেড়েছো আমার জন্য?
পুরোটা জুড়েই না পারার ব্যর্থতা। মুক্তি এলো কই!
স্বাধীনতা কি একেই বলে?
তাল-পাখায় চৈত্রের বাতাস মুখে মেখে নাভিশ্বাষ ওদের;
যারা দিন আনে দিন খায়।
রক্ত নাও অথবা সুখ দাও, সমৃদ্ধি দাও অথবা পুড়িয়ে মারো।
চিরকালের ওই মরন শৃঙ্খল থেকে তোমাকে মুক্ত হতে হবেই।

[রচনাকালঃ ১৬ এপ্রিল ২০১৩, সময়কালঃ বিকাল ৫:২১ মিনিট।]

No comments:

Post a Comment