বুকের রক্ত দিয়ে যদি লেখা হতো নাম
শুধু তোমার নামটি যে লিখতাম।
হাতের ছোঁয়ায় যদি প্রেম হয়ে যেতো
তবে তোমার সাথেই জুড়ি বাঁধতাম।
দু’টি শব্দে যদি মালা গাঁথা যেতো
‘আমার ভালোবাসা’ গলে তুলে দিতাম।
কারণে অকারণে যদি অশ্রু ঝরতো
কষ্ট বুকে বিরহ গাঁথা রেখে যেতাম।
[রচনাকালঃ ২২ এপ্রিল ২০১৩, সময়কালঃ রাত ৯:৪৮ মিনিট।]
No comments:
Post a Comment