ভর্তা দু’পদের লইট্টা শুটকি আর আলুর,
আছে ইলিশ ভাজা, সরষে ইলিশ;
আরো আছে- মরিচ বাটা, পান্তার সাথে
কাঁচা মরিচ আর পেঁয়াজ।
বাংলা নতুন বছরে এমনই পরিবেশনা,
আমার নববর্ষ ১৪২০ টেবিলে।
আয়োজন পরিবার, স্বজন, প্রতিবেশী, বন্ধু-বান্ধব
আর জেল খাটা আসামীদের জন্য।
চোর-ডাকাত, খুনীদের জন্য কিভাবে এসব!
হ্যাঁ...! ওদের জন্যই পরাণ কাঁদে।
মনে হয় কবিতা লিখি যোদ্ধার হাতে।
কে বললো ওরা দেশ ছিন্ন, মস্তক বিচ্ছন্ন।
উন্মাদ, অচেতন, বস্ত্রবিহীন-নগ্ন।
ওদেরও তো বঙ্গ অব্দের নানা শব্দে
নিজেকে সাজানোর অধিকার আছে।
সবার সাথে একত্রে গা ভাসিয়ে উৎসবে
নেচে-গেয়ে পরিবেশ রচনার ইতিহাস আছে।
চারুকলা’র প্রান্তে যাবো না আর।
রমনা বটমূলে যাবো না ছায়ানটের সংগীতে।
শাকিল আর শাহবাগ মঞ্চের দলে দুলবো না,
বর্ষবরণে’র জনতার ভীড়ে হারাবো না পহেলা বৈশাখে।
জানি তুমিও সহ্য করবে না বর্ষবরণের এ বিভেদ।
যারা বর্শা ছুঁড়ে বর্ষায় একদিন কাদাপানিতে মাছ শিকার করেছিলো
পহেলা বৈশাখে সরিসৃপের ভয়ে জড়োসড়ো তারা,
হায়না আর গোপীদের ভাল্লুকের তাড়া খেয়ে আশ্রয় খোঁজা অসহায়।
না-তো তাদের তো ডাকিনি পান্তা-ইলিশে!
যারা বিভেদ এঁকেছে পহেলা বৈশাখে।
প্রতিরোধ গড়েছে অকারণে আমার বিরুদ্ধে!
আর যারা ছিলো কাঠগড়ায়, ফাঁসি মঞ্চে আর পুলিশী নির্যাতনের
নানা সীমানায়; হাসপাতাল চত্বরে বা দীর্ঘ রিমান্ডে,
যারা ভন্ড বিচারকদের ফাঁসি ঘোষণার আতঙ্কে সৃষ্টিকর্তার শরনাপন্ন।
মুক্তিকামী মানুষেরা- যারা গ্রেনেড ছুঁড়েছিলো একাত্তরে
তাদেরও ক’জন শিকল পরা লোহার জেলে এখন অকারণেই।
এক্কাবারেই অকারণের জিদ ধরা স্বার্থভরা দেশ দ্রোহ
বা নোংরা রাজার নীতিতে ভুল পথে চালিত মানুষ ওরা,
আহারে মানুষ তারা।
হালখাতার ছাল ছেঁড়া হিসাবের গায়ে হলুদ দিলেও লগ্ন তো এলো না,
ভাবের মানুষ ক্লান্ত আগুন জ্বালা সভ্যতায় বৈশাখী ঝড়ে লন্ডভন্ড।
মানুষের কষ্ট বোঝা ডাক্তার তুমি?
তোমরা মানুষ হলে কেন স্বীকৃতি দাও না বালু-চরের?
চোরাবালুতে ডুবে যাবার যেমন আতংক,
তেমন উর্বর ভূমিতে শস্য ফলানোরও তো সুযোগ আছে।
তোমরা বরং মানুষ বাঁচাও নাড়ী গুণে।
অথবা আরো শেখো বইয়ের পাতায় যা বাকী ছিলো,
এখনও শেখা হয়নি সাম্য রচনা।
ততোক্ষণে আমি নেতাদের মানে তোমাদের ভাষায়
আসামীদের একটু আপ্পায়ন করে আসি।
যদি নিজেকে অপরাধী ভেবে নাও -
আমার মতো অথবা তাদের দেখা দেখি,
তবে চলে এসো পহেলা বৈশাখে অপরাধী চক্রে;
আমার বর্ষ-বরণ উৎসবে সভ্যতা বাঁচানোর মেলায়,
আসো সবাই মিলে -
১৪২০ সাল কে হিংসা-বিদ্বেষ ভুলে স্বাগত জানাই এক সাথে।
[রচনাকালঃ ১৩ এপ্রিল ২০১৩, সময়কালঃ রাত ১১:৪৫ মিনিট।]
No comments:
Post a Comment