ঘড়িতে সময়

Sunday, April 14, 2013

ভয় নাই

ভয় পায়নি ক্ষুদ্র রাখাল বালক।
দূর্গম পাহাড়ে শিকারী বাঘ।
তুচ্ছ-অসচ্ছ বৈষম্যে অতিষ্ঠ
প্রাণ, সজাগ পৃথিবী নিশ্চুপ।
বীর হতে হবে নয়তো ফাঁসি।
মেষ পালকের তুলে নেয়া লাঠি,
শাস্ত্রের কৌশল যা জানা ছিলো
পুরোটাই প্রয়োগে ভোর হলো।

আমরা পরাজিত সৈনিক নই।
আমরা বীর হতে চাইনি, তবুও-
শত্রুকে বধ করে সামলে চলি।
আমরা হার না মানা রাখাল।
মেষ পাল নিয়ে সবুজ ঘাসে
বিচরনে সত্য প্রবাদ সুস্পষ্ট।
মেষ-পালক পালিয়ে যায়নি তো!
আত্মশক্তি প্রবল, ভীত হলে চলে?

[রচনাকালঃ ১৪ এপ্রিল ২০১৩, সময়কালঃ রাত ১১:৫২ মিনিট।]

No comments:

Post a Comment