ঘড়িতে সময়

Saturday, February 23, 2013

শান্তি আসুক প্রাণে


শান্তি.... শান্তি..... শান্তি আসুক উত্তপ্ত প্রাণে,
আগরবাতি, আঁতরে সব মুসলমানের সুঘ্রাণে।
আমরা হিংস্র নই, চুড়ান্ত নিরীহ এক জনতা;
পারষ্পরিক শ্রদ্ধায় খুশী হন ঐ দূর বিধাতা।
কিছু দায়িত্ব ছেড়ে দাও তোমার সৃষ্টিকর্তার নিকট,
বোমা আর আতংকের আওয়াজ ভীষণ প্রকট।
সুকান্ত বলেছিলেন নির্ভয়ে জাকুক ঘুমন্ত যুব,
প্রাণের জড়তা কেটে জেগে উঠুক সংসার ভব।
তারপরও দূর্বল-বলিষ্ঠরা থেমে নেই আজ কেউ,
বালু-কণায় উড়ছে অখবা ফুঁসেছে সাগরের ঢেউ।
সমাজের সৃষ্টিতে হাতে হাত রাখা সহপাঠি ওরা,
নয়তো অশুদ্ধ কেউ - শাহবাগ বা আস্তিক ছোঁড়া।

[রচনাকালঃ ২২/০২/২০১৩, সময়কালঃ রাত ৭:৫৩ মিনিট।]

No comments:

Post a Comment