কবিতাই প্রাণ... কবিতা আমার নেশা... যারা কবিতা ভালোবাসে না... তাদের সাথে আড়ি...
ঘড়িতে সময়
Saturday, February 23, 2013
শান্তি আসুক প্রাণে
শান্তি.... শান্তি..... শান্তি আসুক উত্তপ্ত প্রাণে,
আগরবাতি, আঁতরে সব মুসলমানের সুঘ্রাণে।
আমরা হিংস্র নই, চুড়ান্ত নিরীহ এক জনতা;
পারষ্পরিক শ্রদ্ধায় খুশী হন ঐ দূর বিধাতা।
কিছু দায়িত্ব ছেড়ে দাও তোমার সৃষ্টিকর্তার নিকট,
বোমা আর আতংকের আওয়াজ ভীষণ প্রকট।
সুকান্ত বলেছিলেন নির্ভয়ে জাকুক ঘুমন্ত যুব,
প্রাণের জড়তা কেটে জেগে উঠুক সংসার ভব।
তারপরও দূর্বল-বলিষ্ঠরা থেমে নেই আজ কেউ,
বালু-কণায় উড়ছে অখবা ফুঁসেছে সাগরের ঢেউ।
সমাজের সৃষ্টিতে হাতে হাত রাখা সহপাঠি ওরা,
নয়তো অশুদ্ধ কেউ - শাহবাগ বা আস্তিক ছোঁড়া।
[রচনাকালঃ ২২/০২/২০১৩, সময়কালঃ রাত ৭:৫৩ মিনিট।]
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment