ঘড়িতে সময়

Thursday, February 28, 2013

শুভ জন্মদিন


আজ একুশ হলো তোমার,
আমার আনন্দের সীমানায় উজ্জ্বল একুশটা ঘন্টা ঢং ঢং করে বেজে উঠলো,
নাড়া দিলো মননে উচ্ছাসে শিহরণে -,
সমূদ্র তীরে উর্বর বালু-কণায় বসবাসরত কাঁকড়াদের ভীড়ে সেরা যুগলকে বাহবা দিলো,
মমতার সেরা পালকে তোমাকে ঘিরে রাখা আমাদের আনন্দের ঢেউয়ে ভাসিয়ে নিলো।

সেই শুরুর পর থেকে চলতে থাকা দাগ কাটা সরু রেখাগুলোর মাঝে
আবিষ্কার করা একমাত্র উজ্জ্বল লাল সূর্য তুমি প্রিয় বাবা আমার, আমার সন্তান;
আমার নয়ন মণি, বুকের ধন, হিরক খণ্ড।
সেদিনও মা ডেকে অস্পষ্ট স্বরে চিনতে চেয়েছিলে দীপ্তিমান বিকেলে,
হাঁটি-হাঁটি পায় দূর্গম শিখড়ে উঠতে চেয়ে শিশু অবাক তুমি
চোখে চোখ রেখে কখনও আনন্দে – হেসে, হৈচৈ ফেলেছিলে আমার একার পৃখিবীতে।

আমি অবাক হয়ে ভেবেছিলাম কি ভাগ্যবতী নারী আমি!
পূবে যদি কথনও সূর্য না ওঠে বাকীরা ঘুমন্ত থাকবে জানবে সবাই,
কিন্তু আমার সূর্য তুমি, রাঙিয়ে দিবে আমার হৃদয় পৃথিবী;
চারপাশে এক নিঃশ্বাসে, নিশ্চিন্ত রেখায় অবিচল বিশ্বাসে।
এমনটাই সত্যি জেনে রেখো তোমরা।
আর এমনটাই হয়ে আসছে বিগত দিনগুলিতে- একুশটি বছর।
প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে জীবনের জয় গান গেয়ে
আমিও বাঁচতে শিখেছি
আমিও হাসতে জেনেছি
সন্তানের মঙ্গল কামনায়, শতায়ু আর দীর্ঘ জীবনের সংকল্প বাণীতে;
শুভ কল্যাণের পুষ্প মালা দিয়ে, কাননের নানা শৃঙ্খলার ঠিক মাঝখানটায়
যেখানে মধ্যপন্থি আমার ধ্যান-জ্ঞান পুরোটা নিয়োজিত, তোমাকে রাজকুমার সাজিয়ে;
শতোটা সাল বুনন করে এক সুখময় পৃথিবী রেখে যেতে চাই তোমার জন্য- এই ‘মা’ আমি.... তোমার জন্য।

হে সন্তান, বীর তুমি, সেরা জাগরণ মুহুর্ত, হিসেব নিকেশে নির্ভুল থেকে
অবিরাম রচনা করে যাও এক মমতাময়ী মায়ের আদর্শে গড়া সৌভাগ্য মোড়কের মহাকাব্য।
তুমি প্রাণচঞ্চল হাসিমাখা বিচরণ স্মৃতি সবার মাঝে জন্ম দান করো।
আমরা তোমাকে সহজসাধ্য কাজে দেখতে চাই না,
দেখতে চাই বিরূপ প্রকৃতিতে কঠিন শিলা খণ্ডের পাহাড় টেনে বেড়ানো বলিষ্ঠ বাহুর সেরা যুবক রূপে।
আমি তোমাকে দেখতে চাই এক স্রষ্টা রূপে,
যে গড়ে তুলবে নিরক্ষর - সংক্রামক রোগে আক্রান্ত এক জাতীর স্বাস্থ্যবান ভবিষ্যৎ।
নাম না জানা লক্ষ-কোটি মনের জীবন্ত প্রাণের মধ্যমনি হয়ে জেগে রও বিশ্ব নেতা হয়ে আগামীতে,
সুখ-সমৃদ্ধির ইতিহাস সৃষ্টি করে তুমি আলো জ্বালো আমাদের আঁধার পৃথিবী জুড়ে।
আমি তোমার প্রাণবন্ত উপস্থিতিতে ফুল্ল প্রাণের মন্দিরে পুজো দেই সর্বক্ষণ,
আমার আশীর্বাদ চিরকাল –
একুশটি ফাগুণের মাঝে তুমিই সেরা লাল সূর্য়ের ফাগুন আমার, লাল আগুন আমার।
বেঁচে থাকো আগামী আরো একুশ কোটি নীল দিগন্তে, বাঁচিয়ে রাখো আমাদের অসংলগ্ন পদচারনা বহুদিন...., বহুকাল....।

[রচনাকালঃ ২৭/০২/২০১৩, সময়কালঃ বিকেল ৫:২৫ মিনিট।]

No comments:

Post a Comment