ঘড়িতে সময়

Wednesday, February 20, 2013

বোবা বেদনা


আরো একটা বিদায়ে ঘুম হারিয়ে গেলো,
বেঁচে থাকার সব স্বাদ কেন ফুরিয়ে গেলো!
এক মুঠো আশায় বেঁচে থাকা বড়োই কঠিন,
পুরো নয় আধো কষ্টে আমি নীল, আমি মলিন।
চোখে কাজল এঁটে স্বপ্ন আসে এইদিকে লুকিয়ে,
স্বপ্ন ভঙ্গের বেদনায় দুঃস্বপ্ন দেয় কাঁদিয়ে।
তবুও হৃদয় খুঁড়ে দেখি আছে কি অবশিষ্ট,
কি বা আছে অন্তরে দুঃখ-বেদনার উচ্ছিষ্ট।

[রচনাকালঃ ২০/০২/২০১৩, সময়ঃ রাত ১০:২০ মিনিট]

No comments:

Post a Comment